ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২১:০২, ২৩ অক্টোবর ২০২১

মণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ সম্প্রতি দুর্গাপূজায় মণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে এবারই প্রথম ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। হামলার ঘটনার সব কিছু বের করে ফেলেছি। জড়িতরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কেনো এ ঘটনা ঘটেছে – সে বিষয়ে আপনাদের জানাতে সক্ষম হবো। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে – যেনো ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র করতে তাদের হৃদযন্ত্রে কম্পন সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানের, এদেশ মুসলমানের।
×