ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২৪ ঘণ্টায় আরও ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশিত: ২১:২৫, ২২ অক্টোবর ২০২১

২৪ ঘণ্টায় আরও ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

অনলাইন ডেস্ক ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৬ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৮০ জন ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন । তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৬২৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত একদিনে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর আসেনি। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৩ জনে। আর এ মাসে ডেঙ্গুতে প্রাণ গেছে ১৫ জনের। চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২২ হাজার ১৩০ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ২৬৬ জন। মহামারীর মধ্যে এ মৌসুমে জুলাই থেকে উদ্বেগ বাড়াতে থাকে ডেঙ্গু। এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে আগস্ট ও সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন ১৫ হাজার ৫৩৯ জন। আর এই দুই মাসে মারা গেছেন ৫৭ জন রোগী। গত সেপ্টেম্বর মাসে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর তাতে প্রাণ গেছে ২৩ জনের। এর আগে আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
×