ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইরিশদের হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০০:১৫, ২২ অক্টোবর ২০২১

আইরিশদের হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ মূলপর্বে পৌঁছে গেছে শ্রীলঙ্ক। টি২০ বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানে জিতেছে লঙ্কানরা। ফলে টানা দুই জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করল ২০১৪ আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৭১ রান তাড়ায় ১৮.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। দলের বাজে শুরুর পরও বড় সংগ্রহের মূল কারিগর হাসারাঙ্গা ও নিসানকা পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। পরে বল হাতেও অবদান রেখেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার হাসারাঙ্গা। ৪৭ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস আর আঁটসাঁট বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ১ উইকেট নিয়ে তিনিই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। ওমানের শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ১০ রানের নিচে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম ওভারে পল স্টার্লিংয়ের বলে ক্যাচ দেন কুসল পেরেরা। পরের ওভারে পরপর দুই বলে দিনেশ চান্দিমাল ও আভিশকা ফার্নান্দোকে বোল্ড করে দেন জশ লিটল। বাইরের বল স্টাম্পে টেনে আনেন চান্দিমাল, দারুণ এক ডেলিভারিতে উপড়ে যায় আভিশকার স্টাম্প। পঞ্চম ওভারে মার্ক এ্যাডায়ারকে দুই চার মেরে পাল্টা আক্রমণের শুরুটা করেন নিসানকা।
×