ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় যুবলীগের শান্তি ও সম্প্রীতি র্যালিতে সিটি মেয়র

প্রকাশিত: ২০:০০, ২১ অক্টোবর ২০২১

খুলনায় যুবলীগের শান্তি ও সম্প্রীতি র্যালিতে সিটি মেয়র

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস॥ চট্টগ্রাম, নোয়াখালী জেলার বেগমগঞ্জের চৌমুহনী, হাতিয়ার বুড়িরচর, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ‘শান্তি ও সম্প্রতি র্যালি’ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেমেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাভাপিত সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশের যে কোন ধর্মীয় সম্প্রদায়ের উপর কোন প্রকার হামলা বরদাশত করা হবে না। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও যুবলীগেগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মৃনাল কান্তি জোয়ার্দ্দর। নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন এস এম হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেক বলেন, দেশের চিহ্নিত সাম্প্রদায়িক ও জঙ্গী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের বিভিন্ন জায়গায় পূজা ম-প, মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক নীতির ভিত্তিতে। এ ধরনের হামলা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতির হাজার বছরের আবহমান ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মূলে কুঠারাঘাতের শামিল। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কোন মূল্যে অসাম্প্রদায়িক নীতির সুরক্ষা প্রদান করতে বদ্ধপরিকর। আমরা কোন অবস্থাতেই মহান মুক্তিযুদ্ধের মূলনীতি ভূ-লুণ্ঠিত হতে দেব না। এই বাংলাদেশ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় ও ধর্মীয় বিশ্বাসী গণমানুষের। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক ও ধর্মভীরু, তবে সাম্প্রাদায়িক ও ধর্মান্ধ নয়। সমাবেশ শেষে র্যালি বের করা হয় র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
×