ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে দুই বোনকে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত: ২১:৫৩, ১৭ অক্টোবর ২০২১

সাভারে দুই বোনকে শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে দুই বোনকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় দুই জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন, সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্রা গ্রামের মৃত মহব্বত আলী বেপারীর ছেলে মোঃ সেলিম ও তার ভাগ্নে মোঃ রিপন। জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে রাজধানীর মিরপুর থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন দুই বোন। এ সময় কাউন্দিয়া খেয়াঘাট এলাকায় পৌঁছলে গতিরোধ করে সেলিম নামে এক ব্যক্তি বড় বোনকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনার প্রতিবাদ করলে দুই বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে সেলিম তার ভাগ্নে রিপনের সহযোগিতায় দুই বোনকে ছাতা দিয়ে মারধর করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সেলিম ও তার ভাগ্নে চলে যান। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের মা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×