ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজের সম্মানি ভাতা শিক্ষার্থীদের দিলেন বীর মুক্তিযোদ্ধা আফছার

প্রকাশিত: ১৬:০৭, ১৭ অক্টোবর ২০২১

নিজের সম্মানি ভাতা শিক্ষার্থীদের দিলেন বীর মুক্তিযোদ্ধা আফছার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের বকশীগঞ্জে স্কুল-কলেজ ও মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নিজের সম্মানি ভাতার টাকা বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আফছার আলী। আজ রবিবার দুপুরে বকশীগঞ্জের এন এম হাই স্কুল মিলনায়তনে এক অনুষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি হিসেবে নগদ মোট ৮ হাজার টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। বীর মুক্তিযোদ্ধা আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এন এম হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক ও মাহমুদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। জানা যায়, বকশীগঞ্জ পৌরসভার মালিরচর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আফছার আলী চার মাস আগে তার মুক্তিযোদ্ধা সম্মানি ভাতার টাকা এলাকার দরিদ্র, অসুস্থ, পঙ্গু, বিধবা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরপর থেকেই তিনি প্রতিমাসে সম্মানি ভাতার টাকা অসহায়দের মাঝে বিতরণ করে আসছেন। শিক্ষা বৃত্তিসহ এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান মুক্তিযোদ্ধা আফছার আলী।
×