ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৫ হতে ৩০ অক্টোবর বিএমসিস ‘র ব্যতিক্রমধর্মী ভার্চুয়াল প্রদর্শনী

প্রকাশিত: ২০:২৭, ১৩ অক্টোবর ২০২১

১৫ হতে ৩০ অক্টোবর বিএমসিস ‘র ব্যতিক্রমধর্মী ভার্চুয়াল প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা তথা বাংলাদেশে যতগুলো সংগ্রাহকদের সংগঠন রয়েছে বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি) তার মধ্যে অন্যতম এবং এটি বাংলাদেশের একমাত্র দিয়াশলাই সংগ্রাহকদের সংগঠন। বিএমসিসি ২০১৬ সাল থেকে অদ্যাবধি দেশের বিভিন্ন প্রান্তের সংগ্রাহকদের নিয়ে কাজ করে চলছে। বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি) চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সকল শাখার সংগ্রাহকদের সমন্বয়ে দেশে প্রথমবারের মত এক ব্যতিক্রমধর্মী ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। বৈশ্বিক মহামারীর এই ক্রান্তিলগ্নে সংগ্রাহক তথা সাধারণ মানুষের মেধা-মনন, ইতিহাস-সংস্কৃতি ও বিনোদন চর্চার ক্ষেত্রে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে এই প্রদর্শনীর নাম দেয়া হয়েছে- “বাংলাদেশ কালেক্টরস শো-২০২১”। এটি এমন একটি প্রদর্শনী হবে যেখানে একই ছায়াতলে সব ধরণের সংগ্রাহকদের মিলন ঘটবে। অর্থাৎ যে কোন সংগ্রাহক এই প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। এমন বর্ণিল আয়োজন সত্যিই সকলের মনের খোড়াক জোগাবে। উল্লেখ্য যে, ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন শাখার ১২১ জন সংগ্রাহক এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। আগামী ১৫ অক্টোবর হতে bdcs21.blogspot.com এই ওয়েবসাইটে গিয়ে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে এই প্রদর্শনী দেখা যাবে। আশা করা যাচ্ছে ৩০ অক্টোবর সকল অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনীর পর্দা নামবে। প্রদর্শনী সম্পর্কে বিএমসিসি মহাসচিব রাসেল রহমান শিমুল বলেন- আমরা এ আয়োজনে অভুতপূর্ব সাড়া পেয়েছি। প্রদর্শনীতে না দেখা অনেক বিষয়বস্তু উপস্থাপিত হয়েছে যা সকলের জানার পরিধীকে বাড়িয়ে তুলবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সমকাল ও দ্যাবিজনেস স্ট্যান্ডার্ড। সহযোগী আয়োজক হিসেবে আছে, ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ (পিএসবি), চিটাগাং কালেক্টরস ক্লাব, খুলনা কালেক্টরস সোসাইটি ও সিলেট কালেক্টরস সোসাইটি।
×