ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরের জাজিরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশিত: ১৭:৫৫, ১৩ অক্টোবর ২০২১

শরীয়তপুরের জাজিরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ শরীয়তপুরের জাজিরায় স্ত্রী হত্যা মামলায় স্বামী নুরুল আমীন শেখকে মৃত্যু দন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার বিকেল ৩টায় এক জনাকীর্ণ আদালতে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আঃ ছালাম খান এ দন্ডাদেশ প্রদান করেন। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নুরুল আমীন শেখ (৩০) জাজিরা উপজেলার নাওডোবা হারুন টুনিকান্দি গ্রামের হাশেম শেখের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, জাজিরা উপজেলার নাওডোবা হারুন টুনিকান্দি গ্রামের হাশেম শেখের ছেলে নুরুল আমীন শেখ যৌতুকের জন্য স্ত্রী রেশমা আক্তারকে(২২) ২০১৭ সালে নিজ বাড়িতে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই ইয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর ৫ আসামীকে চার্জ গঠনের সময় অব্যাহতি প্রদান করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ দন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আাইনজীবী মির্জা হযরত আলী বলেন, ২০১৭ সালে জাজিরার হারুন টুনিকান্দি গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করে স্বামী। আজ সেই মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনালের বিচারক। আসামীর সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করায় বাদী ও রাষ্ট্রপক্ষ খুশি। এই রায়ের মাধ্যমে নারী নির্যাতন বন্ধ ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
×