ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের দল ঘোষণা, আলভেজের ক্ষোভ

প্রকাশিত: ২৩:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২১

ব্রাজিলের দল ঘোষণা, আলভেজের ক্ষোভ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে অক্টোবরে দক্ষিণ আমেরিকান অঞ্চলের ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দলে ইংল্যান্ডে খেলা ৮ ফুটবলারকে রেখেছেন সেলেসাওদের অভিজ্ঞ কোচ তিতে। তবে জায়গা মিলেনি দলের অভিজ্ঞ রাইটব্যাক দানি আলভেজের। সেজন্য ক্ষোভ ঝেড়েছেন বার্সিলোনার সাবেক এই তারকা ফুটবলার। ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ঘোষিত এই দলে ডাক পেয়েছেন লিভারপুলের দুই খেলোয়াড় এলিসন ও ফাবিনহো, ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল জেসুস, এডারসন, টটেনহ্যাম হটস্পারের এমারসন রয়্যাল, চেলসির থিয়াগো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড ও লিডস ইউনাইটেডের রাফিনহা। ইংল্যান্ডের করোনার লাল তালিকা থেকে এখনো মুক্ত হতে পারেনি ব্রাজিল। যার ফলে দক্ষিণ আমেরিকা থেকে ইংল্যান্ডে ফিরে আসার পর খেলোয়াড়দের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ কারণে সেপ্টেম্বরের বাছাইপর্বের ম্যাচগুলোতে ইংল্যান্ডে খেলা বেশ কিছু খেলোয়াড়কে জাতীয় দলে ডেকেও পাননি তিতে। কিন্তু এবারও তাদের রেখেই দল ঘোষণা করা হয়েছে। এদিকে, দানি আলভেজের বর্তমান বয়স ৩৮। চলতি মাসের ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য দলে ডাক পেয়েছিলেন। কিন্তু এবার আর তাকে রাখেনি তিতে। ব্রাজিল স্কোয়াড ॥ গোলরক্ষক ॥ এলিসন, এডারসন, ওয়েভারটন। ডিফেন্ডার ॥ দানিলো, এমারসন, এ্যালেক্স সান্দ্রো, গুইলহার্মে আরানা, এডার মিলিটাও, লুকাস ভেরিসিমো, মারকুইনহোস, থিয়াগো সিলভা। মিডফিল্ডার ॥ ক্যাসেমিরো, এডেনিলসন, এভারটন রিবেইরো, ফাবিনহো, ফ্রেড, জারসন, লুকাস পাকুয়েতা। ফরোয়ার্ড ॥ এ্যান্টনি, গাব্রিয়েল বারবোসা, গাব্রিয়েল জেসুস, মাথিয়াস কুনহা, নেইমার, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র।
×