ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

প্রকাশিত: ১৩:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আজ শুক্রবার সকালে বগুড়া বাইপাস সড়কে (ঢাকা-রংপুর মহাসড়ক) বাসের ধাক্কায় ব্যাটারীচালিত অটোরিক্সার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরো ৪ জন আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলো- বগুড়া সদরের শাখারিয়া এলাকার আনোয়ারা বেগম(৫০) ও হামিদুন বেগম(৬০)। পুলিশ জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ৬ জন যাত্রী নিয়ে চারমাথা বাসট্যান্ড এলাকায় আসছিলো। পথে ঝোপড়াড়ি মোড় এলাকায় ঢাকার দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস অটোরিক্সাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অটোরিক্সার আহত যাত্রীদের বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’ জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরেই উপশহর পুলিশ ও বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, অটোরিক্সার যাত্রীরা বগুড়া শাখারিয়ার নামাবালা এলাকার। পারিবারিক এক অনুষ্ঠানে তারা এক আত্ময়ীর বাড়িতে যাচ্ছিলেন।
×