ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অগ্রযাত্রার তৃতীয় বর্ষপূর্তি পালিত

প্রকাশিত: ২০:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২১

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অগ্রযাত্রার তৃতীয় বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গৌরবময় অগ্রযাত্রার তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে বৃহষ্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শুভ উদ্বোধন করেন। তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের সদর দফতরে কেক উদ্বোধন করেন পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। একই সময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতুল্লাহ খান বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) তানভীর মমতাজ, গাজীপুরের পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার(ডিবি) নূরে আলম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট ) মিজানুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) হুমায়ুন কবিরসহ অন্যান্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগন এবং থানা সমূহের অফিসার ইনচার্জ ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যগন। জিএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) প্রতিষ্ঠালগ্ন থেকে সকলের সহযোগিতায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। নানা প্রতিকুলতা কিবা চ্যালেঞ্জকে জয় করার মানসে এ ইউনিটের সকল সদস্য একটি পরিবার হয়ে কাজ করছে। মহানগর এলাকায় ৬০ টি বিটের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে জনগনের সহায়তায় নিবিড়ভাবে কাজ করা হচ্ছে। উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জাকির হাসান জানান, এ ইউনিট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত জিএমপি’তে রুজুকৃত ৯৬৬০টি মামলার বিপরীতে জেলা পুলিশ হতে প্রাপ্ত মামলাসহ ১০ হাজার ৩টি মামলা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে ডাকাতি মামলা-৩৩ টি, খুন মামলা-১৯৮ টি, দস্যূতা মামলা - ৯১ টি, নারী ও শিশু নির্যাতন আইনে-১১৯৫ টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে-৪৭০০ টি এবং অস্ত্র আইনে- ১১৯ টি মামলা রুজু হয়েছে। তামিলকৃত সাধারণ ওয়ারেন্ট ২২৮৪০ টি এবং সাজা ওয়ারেন্ট ১২৮৪টি। তিনি আরো জানান, মাদক নিয়ন্ত্রণেও জিএমপি’র রয়েছে অভূপূর্ব সাফল্য। অদ্যাবধি রুজুকৃত ৪৫৪৮টি মাদক মামলায় মোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা ৭২৮৩ জন। উদ্ধারকৃত এসব মাদকের মধ্যে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ পিস ইয়াবা, ৩০৩১.৮৬৮ কেজি গাঁজা, প্রায় ৮.৯২১ কেজি হেরোইন, ২৮,০৫৮ বোতল ফেন্সিডিল, ১১৩৪১.৯১ লিটার দেশী- বিদেশী মদ, প্রায় ৫১৬১ ক্যান বিয়ার এবং ৪৯০৯ পিস প্যাথেড্রিন ইনজেকশন রয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৬ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৭শ’ টাকা। এছাড়াও মহানগরে কাশিমপুর কারা কমপ্লেক্সে ৪টি কেন্দ্রীয় কারাগারে বন্দি এবং বালক বালিকাদের ৫টি নিরাপদ সংশোধনাগারের নিবাসীসহ প্রায় দুই হাজার কলকারখানার শ্রমিক মালিকদের সর্বোচ্চ নিরাপত্তা দানে ও শান্তি শ্ঙ্খৃলা বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
×