ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাসানচরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৩৫ গরু কোরবানী

প্রকাশিত: ১৯:১৪, ২১ জুলাই ২০২১

ভাসানচরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৩৫ গরু কোরবানী

অনলাইন রিপোর্টার ॥ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আনন্দ-উৎসবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এদিন মোট ১৮ স্থানে রোহিঙ্গা ইমামের নেতৃত্বে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া ২৩৫টি গরু কোরবানি করে গোশত বিতরণ করা হয় সব পরিবারের মাঝে। বুধবার (২১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভাসানচরের নৌবাহিনীর ক্যাম্প ইনচার্জ শংকর বিশ্বাস। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভাসানচরে রোহিঙ্গাদের ঈদুল আজহা উৎযাপিত হয়েছে। সকাল ৭টায় প্রথম জামাত ও সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা ইমামের নেতৃত্বে ১৮ স্থানে ঈদের নামাজ আদায় করে রোহিঙ্গারা। তিনি আরও বলেন, ঈদের নতুন পোশাক পরে রোহিঙ্গা ছেলে-মেয়েরা বিভিন্ন স্থানে ঘুরতে এসেছে। শেষে ২৩৫টি গরু কোরবানি করে গোশত বিতরণ করা হয়েছে। গরুর গোশত পেয়ে তাদের আনন্দ করতে দেখা গেছে। বেসরকারি সাহায্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. শাহারুল আলম বলেন, ভাসানচরে অবস্থিত রোহিঙ্গাদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশে ৪ হাজার ৫৮২ পরিবারের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণ করেছি। এর মধ্যে ছিল একটা করে লুঙ্গি ও একটা করে থামি। তিনি বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে ১৩৫টি গরু কোরবানি করা হয়। কোরবানির পর দুই কেজি প্যাকেট করে প্রতিটি রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণ করেছি। প্রসঙ্গত, নোয়াখালীর হাতিয়ার ভাসানচর দ্বীপে সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়। এরপর একই বছরের ২৯ ডিসেম্বর আরও ১ হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯-৩০ জানুয়ারি ২ হাজার ৪২১ জন ও ১৩ ফেব্রুয়ারি ৩ হাজার ৬০০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
×