ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পশুরহাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে উদ্যোগ নেয়া হবে ॥ তাপস

প্রকাশিত: ২২:৫৮, ১৮ জুন ২০২১

পশুরহাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে উদ্যোগ নেয়া হবে ॥ তাপস

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, করোনা পরিস্থিতিতে আসন্ন কোরবানি ঈদে পশুর হাটগুলো যেন স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হয় তার প্রস্তুতি নেয়া হচ্ছে। বৃহস্পতিবার ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে এই ওয়ার্ডে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উদ্বোধন করেন মেয়র তাপস। মেয়র তাপস বলেছেন, ডিএসসিসি এলাকায় ১৩টি হাট বসানো হচ্ছে। এই হাটগুলোতে যেন স্বাস্থ্যবিধি মানা হয়, সে বিষয়ে সার্বিক ব্যবস্থা নেয়া হবে। এজন্য হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেবে ডিএসসিসি। তিনি বলেন, নতুন ওয়ার্ডগুলোকে ঘিরে আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। এসব ওয়ার্ডে উন্নয়নের মাধ্যমে নাগরিকের সেবা নিশ্চিত করা হবে। সেখানে অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নের কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ পরিচালিত হবে। এদিকে সূত্রের মাধ্যমে জানা গেছে, আসন্ন ঈদ-উল-আজহা সামনে রেখে ১৩টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। এছাড়া দক্ষিণ সিটির স্থায়ী পশুর হাট হিসেবে সারুলিয়া হাটেও পাওয়া যাবে কোরবানির পশু।
×