ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে জেলা আ’লীগ সভাপতিকে বহিষ্কারের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ২১:২৪, ১১ জুন ২০২১

মাদারীপুরে জেলা আ’লীগ সভাপতিকে বহিষ্কারের দাবিতে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ জুন ॥ রাজনৈতিক ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, স্বাধীনতাপূর্ব এবং স্বাধীনতাউত্তর মাদারীপুর জেলা আওয়ামী লীগের কান্ডারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম আছমত আলী খান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বরাবর মাদারীপুর জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও জেলার সর্বস্তরের জনগণের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার স্বাক্ষরিত স্মারকলিপি প্রেরণ করা হয়। মাদারীপুর জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার স্বাক্ষরিত স্মারকলিপিতে ক্ষোভের উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে ২৫ মে রাজৈর উপজেলাস্থ শান্তি নিকেতন কেন্দ্রে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা মাদারীপুরের সর্বস্তরের জনগণের প্রাণপ্রিয় নেতা সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আছমত আলী খানের মুক্তিযুদ্ধে ভূমিকা ও স্বাধীনতা পদক নিয়ে কটূক্তি করেন যা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে প্রশ্ন বিদ্ধ করেছে। শাহাবুদ্দিন মোল্লার এই অশালীন, ঔদ্ধত্যপূর্ণ, শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় আমরা তার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই অশালীন, ঔদ্ধত্যপূর্ণ, শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ বক্তব্য জেলার বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।’ ‘আমরা মাদারীপুরের জেলার বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনার কাছে সবিনয় নিবেদন, সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মৌলবী আছমত আলী খান সম্পর্কে শাহাবুদ্দিন মোল্লার ঔদ্ধতপূর্ণ, অশালীন, শিষ্টাচারবহির্ভূত, কুরুচিসম্পন্ন বক্তব্য দেয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কারও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ॥ সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপির পিতা ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আছমত আলী খান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
×