ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যান গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ১৪:০৯, ১৮ মে ২০২১

ইউপি চেয়ারম্যান গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীর ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যানগন ও তার পরিবার। আজ বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের স্ত্রী শিবলীর নাহার সুলতানা। এ সময় পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ সদর উপজেলার চেয়ারম্যান উপস্থিত ছিলেন। লিখত বক্তেব্যে শিবলীর নাহার সুলতানা দাবি করেন যে অভিযোগে চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে, সে চাল বিতড়ন করা হয়েছে। এ সময় তিনি বিতড়নের মাষ্টাররোলের কাগজও দেখান। তিনি আরো অভিযোগ করেন, কতিপয় মনোনয়ন প্রত্যাশি ও প্রবাবশালী একটি মহল চক্রান্ত করে প্রভাব বিস্তার করে এ মামলা দায়ের করান। উল্লেখ্য, জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফফের দুই মাসের (এপ্রিল-মে) খাদ্যশস্য বিতড়ণ না করে আত্মসাতের অভিযোগ এনে পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহ্ফুজুর রহমান বাদী হয়ে পটুয়াখালী সদর মামলা দায়ের করেন।
×