ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপানে রেকর্ড সংক্রমণ

প্রকাশিত: ২৩:৫৫, ৫ মে ২০২১

জাপানে রেকর্ড সংক্রমণ

জাপানে মহামারী করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। করোনা মহামারীর শুরুতে জাপানে সংক্রমণ নিয়ন্ত্রিত থাকলেও হঠাৎ করেই দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। মাত্র ২৩ দিনেই অন্তত এক লাখ শনাক্ত হয়েছেন, এ পর্যন্ত মারা গেছেন প্রায় সাড়ে দশ হাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাপানের টোকিও, ওসাকা, কিয়োটোসহ বেশ কয়েকটি শহরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে ভারতীয় প্রতিষ্ঠান সেরামের তৈরি এ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি বন্ধ থাকায় এরই মধ্যে বিভিন্ন দেশে টিকার তীব্র সঙ্কট দেখা দিয়েছে। সমস্যা সমাধানে টিকা সরবরাহে বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশকে ভ্যাকসিন দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙ্গে পড়েছে নেপালের স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালে দেখা দিয়েছে শয্যা ও চিকিৎসাসামগ্রীর সঙ্কট। সবশেষ একদিনে দেশটিতে শনাক্ত হয়েছেন ৭ হাজারের বেশি। করোনা প্রাদুর্ভাব ঠেকাতে আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছে দেশটির সরকার।
×