ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

প্রকাশিত: ১৪:০৭, ৭ এপ্রিল ২০২১

হাতিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ স্বাস্থ্য বিধি অমান্য করায় ৫ দোকানীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সাগরিয়া বাজারে এই জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র। জানাযায়, স্বাস্থ্য বিধি নিশ্চত করতে বুধবার সকাল থেকে মাঠে নামে ভ্রাম্যমান আদালত। এসময় উপজেলার সাগরিয়া বাজারে সরকারী আদেশ অমান্য করে বিভিন্ন দোকানখোলা পাওয়া যায়। পরে খোলা থাকা ৫টি দোকান মালিককে এক হাজার করে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের মেজিস্ট্রেট। এসময় অনেক দোকান মালিককে তাদের ব্যবসা প্রতিষ্টান খোলা রেখে পালিয়ে যেতে দেখা যায়। এব্যাপারে ভ্রাম্যমান আদালতের মেজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র বলেন, স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে প্রতিদিন আমরা মাঠে কাজ করছি। জরিমানার পাশাপাশি অনেক জায়গায় মাইকিং করেও আমরা জনগণকে সচেতন করার চেষ্ঠা করছি।
×