ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৪১তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা

প্রকাশিত: ২২:৪৩, ৮ মার্চ ২০২১

৪১তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ প্রশ্নের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই আগামী আগামী ১৯ মার্চ ৪১তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা নির্বিঘ্ন করতে দেশের আট বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় সকল কেন্দ্রে হাতঘড়ি, অলঙ্কার, ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ বেশ কিছু সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রবিবার পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য তুলে ধরে বলা হয়েছে, বিসিএস পরীক্ষার সময় কোন হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার করা যাবে না। সময় জানার জন্য পরীক্ষাকক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে। পরীক্ষা হলে প্রার্থীরা কানে কোন আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। গহনা-অলঙ্কার জাতীয় কিছু ব্যবহার করতে পারবেন না। সঙ্গে ক্রেডিট কার্ড, ব্যাংককার্ড সদৃশ কিছুও বহন করা যাবে না।
×