ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে জাল দলিল রেজিষ্ট্রি করতে গিয়ে দু’ব্যক্তি আটক

প্রকাশিত: ২০:২৩, ২৭ অক্টোবর ২০২০

ঈশ্বরদীতে জাল দলিল রেজিষ্ট্রি করতে গিয়ে দু’ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী সাব-রেজিষ্ট্রি অফিসে ভূয়া দাতা সাজিয়ে জাল দলিল করতে গিয়ে ভূয়া দাতা আশরাফ আলী ও ক্রেতা ডিলু প্রামানিক নামের দু’ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। ক্রেতা ডিলু প্রামানিক ঈশ্বরদীর চরগড়গড়ি ও দাতা আশরাফ আলী কুষ্টিয়া জেলার কুমার খালীর চকসাদিপুর গ্রামে। ঈশ^রদী সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্টিার রাফায়েল ফাতেমি জানান,দলিল লেখক সাইদ ভ’য়া দাতা সাজিয়ে দশমিক এক শূণ্য এক নয় আট শ্যূণ্য একর জমি ৪ লাখ ১১ হাজার টাকার জাল দলিল লিখে রেজিষ্ট্রি করতে গেলে ধরা পড়ে। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পুলিশে সোপর্দ করা হয়।
×