ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শ্রোতার আসর

প্রকাশিত: ০০:৩৫, ১৮ অক্টোবর ২০২০

ঠাকুরগাঁওয়ে শ্রোতার আসর

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে ঘরোয়া পরিবেশে শুরু হয়েছে ‘সুরসঙ্গম’ শীর্ষক মাসিক শ্রোতার আসর। সামাজিক দূরত্ব বজায় রেখে নানান বয়স ও শ্রেণীপেশার অসংখ্য দর্শকশ্রোতা এ অনুষ্ঠান উপভোগ করেন। বৃহস্পতিবার রাতে এ আসরের প্রথম অনুষ্ঠানে স্থানীয় প্রথিতযশা সঙ্গীতশিল্পী দ্বিপান্বিতা বোস পিয়ালী একঘণ্টারও অধিক সময় ধরে পরিবেশন করেন নজরুল, রবীন্দ্রসঙ্গীতসহ আধুনিক ও লালনগীতি ছাড়াও জনপ্রিয় অসংখ্য গান। তার প্রতিটি গান অনুষ্ঠানে আগত দর্শকশ্রোতার মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানে ফরহাদুল ইসলামের কবিতা আবৃত্তি ও নাট্যব্যক্তিত্ব দেবগুহ ঠাকুরতা কালার সঞ্চালনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে ছিলেন পিয়াল ও কল্প। আলোক সজ্জায় ছিলেন নূরে আলম উজ্জল। এ সময় ঘোষণা করা হয় প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার রাতে নিয়মিতভাবে এমনি অনুষ্ঠানের আয়োজন থাকবে সবার জন্য। আর এই আয়োজনের মধ্যদিয়ে উজ্জীবিত হবে- প্রাণ ফিরে পাবে জেলার ঝিমিয়েপড়া সাংস্কৃতিক অঙ্গন-এমনটাই মনে করেন সংস্কৃতিপ্রেমীগণ।
×