ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধেও বোমার বিস্ফোরণ

প্রকাশিত: ২৩:০৫, ১৮ অক্টোবর ২০২০

দ্বিতীয় বিশ্বযুদ্ধেও বোমার বিস্ফোরণ

পোল্যান্ডের সেনাবাহিনী বাল্টিক সাগরের পিয়াস্ট ক্যানেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিশাল এক বোমা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে। বোমাটি নিষ্ক্রিয় করতে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বাল্টিক সাগরের কাছে একটি খাঁড়িতে পড়ে থাকা ৫ হাজার কেজির ওই বোমার বিস্ফোরণে জল লাফিয়ে উঠে ফোয়ারার সৃষ্টি হয়। ১৯৪৫ সালে নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময়ে ওই বোমাটি ফেলে রয়্যাল এয়ারফোর্স। বোমাটির ছদ্মনাম টল বয়। আর্থকোয়েক বোমা নামেও এটির পরিচিতি রয়েছে। উত্তর পোল্যান্ডের সিনোজেসির খাঁড়িতে ড্রেজিং করার সময় ওই বোমাটির সন্ধান পাওয়া যায়। পানির ১২ মিটার নিচে বোমাটির শুধু মুখ বেরিয়ে ছিল। লম্বায় ৬ মিটার। ভেতরে ছিল ২ দশমিটক ৪ টন টিএনটি। বোমাটি যেখানে পড়ে ছিল তার থেকে ৫০০ মিটার দূরেই রয়েছে একটি ব্রিজ। ফলে প্রথমদিকে পোল্যান্ড নেভি বিস্ফোরণ ঘটিয়ে বোমাটিকে নষ্ট করার পরিকল্পনা বাতিল করে বরং তারা বিশেষ কৌশল কাজে লাগিয়ে বোমার ভিতরে থাকা বিস্ফোরক নিষ্ক্রিয় করার পরিকল্পনা করে। আর সেই কাজ করতে গিয়ে ফেটে যায় বোমাটি। - গ্লোবাল নিউজ
×