ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাভার্টজের হ্যাটট্রিকে শেষ ষোলোতে চেলসি

প্রকাশিত: ২৩:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

হাভার্টজের হ্যাটট্রিকে শেষ ষোলোতে চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মানির তরুণ এ্যাটাকিং মিডফিল্ডার কেই হাভার্টজের চোখ জুড়ানো হ্যাটট্রিকে ভর করে ইংলিশ লীগ কাপ (কারাবাও কাপ) ফুটবলের শেষ ষোলোতে উঠেছে চেলসি। বুধবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে ব্লুজরা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রান্সলেকে। চেলসির হয়ে বাকি গোলগুলো করেন টামি আব্রাহাম, রস বার্কলি ও অলিভিয়ের জিরুড। আরেক ম্যাচে লিচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে একই স্টেজের টিকেট কেটেছে আর্সেনাল। এবারের মৌসুমে স্বদেশী ক্লাব বেয়ার লেভারকুসেন ছেড়ে ইংলিশ ক্লাব চেলসিতে এসেছেন হার্ভাটজ। ৭১ মিলিয়ন পাউন্ডে লন্ডনে আসার পর প্রথম দুই প্রিমিয়ার লীগের ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি ২১ বছর বয়সী এই উঠতি ফুটবলার। অবশেষে আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। সিনিয়র দলের হয়ে ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করেছেন। ম্যাচশেষে উচ্ছ্বসিত হাভার্টজ বলেন, তিনটি গোল করতে পেরে আমি দারুণ খুশি। কিন্তু এটা আমার এই ক্লাবের হয়ে মাত্র শুরু। আমি আরও অনেক গোল করতে চাই। খুশি চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। তিনি বলেন, হাভার্টজকে নিয়ে আমি সন্তুষ্ট। আমি তার কাছ থেকে এমন পারফর্মেন্সই আশাকরি। প্রাক-মৌসুমে সে আমাদের সঙ্গে ছিল না। এ কারণে মাঠে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময়ের প্রয়োজন।
×