ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৫ বছর ধরে ভেঙ্গে পড়ে আছে ডুমখালি সেতু

প্রকাশিত: ২১:১৯, ৬ সেপ্টেম্বর ২০২০

১৫ বছর ধরে ভেঙ্গে পড়ে আছে ডুমখালি সেতু

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৫ সেপ্টেম্বর ॥ দীর্ঘ ১৫ বছরেও হয়নি চট্টগ্রামের পটিয়ার ডুমখালি সেতু। উপজেলার শোভনদ-ী ইউনিয়ন সীমান্তে ডুমখালি খাল। ঝুঁকির মধ্যে শিক্ষার্থীসহ এলাকার শত শত নারী, পুরুষ ও কৃষক পারাপার হয়ে থাকেন। যে কোন মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। ভাঙ্গা ওই সেতুর দুই পাশে রয়েছে œ ফসলি জমি। খাল পেরিয়ে প্রতিদিন কৃষকরা চাষাবাদ করতে যান। পটিয়া ছাড়াও পার্শ¦বর্তী চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়ন রয়েছে। ওই উপজেলার লোকজনও ডুমখালি সেতু হয়ে যাতায়াত করে থাকেন। ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় সেতুটি নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে। এতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। প্রকল্পের প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হলেও দীর্ঘদিন লাল ফিতায় বন্দী রয়েছে। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বাড়ি এলাকার সেতুটি দীর্ঘ ১৫ বছরেও দৃশ্যমান উন্নয়ন হয়নি। এটি দ্রুত বাস্তবায়নের জন্য গ্রামবাসী জোর দাবি জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শোভনদ-ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিলচিয়া হাতিয়ার ঘোনা গ্রামে ডুমখালি খালের ওপর রয়েছে ভাঙ্গা একটি সেতু। পাকিস্তান আমলে সেতুটি নির্মিত হলেও ১৫ বছর আগে তা ভেঙ্গে পড়ে। ০েশাভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক জানান, ২০১৭-১৮ অর্থবছরে সেতুটি নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের লোকজন মাটি পরীক্ষা করে ৬৫ ফুট সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করে।
×