ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিসি-এসপি সেজে প্রতারণা

প্রকাশিত: ১৮:১৭, ৩০ আগস্ট ২০২০

ডিসি-এসপি সেজে প্রতারণা

অনলাইন রিপোর্টার ॥ স্ত্রীকে সাজাতেন ইউএনও। নিজে কখনো হতেন এসপি, আবারো কখনো ডিসি। সুযোগ পেলে প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদও চলে যেত তার দখলে। এভাবেই চলে আসছিল তার প্রতারণার কৌশল। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। গত শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার নাম মোকলেছ। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার লক্ষ্মীধরদিয়াড় গ্রামের মোসলেম আলীর ছেলে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা হওয়ার পর শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মোকলেছ দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে তিনি কখনো ডিসি বা এসপি সাজতেন। মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়াই তার পেশা। ভেড়ামারার এক ব্যবসায়ীর কাছ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার কথা বলে পাঁচ লাখ টাকাসহ বিভিন্ন সময় প্রায় ২২ লাখ টাকা আদায় করেন। এ ছাড়া সাবেক সংস্থাপনসচিব ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা রশিদুল আলমের এপিএস হিসেবেও পরিচয় দিতেন। কুষ্টিয়ার এসপি এস এম তানভীর আরাফাত বলেন, মোকলেছ বড় ধরনের প্রতারক। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় প্রতারণার অভিযোগে ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
×