ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চামড়া শিল্প নগরী পরিদর্শনে শিল্প সচিব-বিসিক চেয়ারম্যান

প্রকাশিত: ১৮:২৩, ২ আগস্ট ২০২০

চামড়া শিল্প নগরী পরিদর্শনে শিল্প সচিব-বিসিক চেয়ারম্যান

অনলাইন রিপোর্টার ॥ দেশের চামড়া শিল্পের বর্তমান অবস্থা, অসুবিধা ও সাভারের শিল্প অঞ্চলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে এসেছিলেন শিল্প সচিব কে এম আলী আজম এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান। আজ রবিবার (০২ আগস্ট) দুপুরে সাভারের ট্যানারি শিল্প নগরী পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা শিল্প খাতের নানা দিক তুলে ধরেন। এসময় শিল্প সচিব কে এম আলী আজম জানান, মূলত কেস-টু-কেস পদ্ধতিতে চামড়া রপ্তানির সুযোগ পাবেন চামড়া ব্যবসায়ীরা। প্রথমে ব্যবসায়ীদের আবেদন করতে হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই শেষে প্রতিষ্ঠান বা ব্যবসায়ীকে চামড়া রপ্তানির অনুমোদন দেবে কমিটি। তিনি আরও জানান, সাপ্লাই চেইনের মাধ্যমে কোনো কোনো জায়গায় চামড়ার ন্যায্য মূল পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছি। যদি কোনো গ্যাপ থাকে সেখান থেকে আমরা শিক্ষা নিতে চাই। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান জানান, এ প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যেই ট্যানারির যেসব সমস্যা রয়েছে তার সমাধান হবে। আগামী ৩ মাসের মধ্যে আধুনিক ও স্থায়ীভাবে চামড়ার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন হবে বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, সিইটিপির মাধ্যমে বর্জ্য পরিশোধনের পর পানির মান গত ৬ মাস ধরে ঠিক রয়েছে। পরিশোধনের পর পানির রং নদীর পানির মত এখনো হচ্ছে না। তবে পরিশোধিত পানির রং নদীর পানির মত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
×