ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ৪০ গ্রামে ঈদ-উল আযহা আগামীকাল শুক্রবার

প্রকাশিত: ১৯:৩১, ৩০ জুলাই ২০২০

মাদারীপুরে ৪০ গ্রামে ঈদ-উল আযহা আগামীকাল শুক্রবার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে ৪০ গ্রামে আগামীকাল শুক্রবার ঈদ উল আযহা উদযাপন করবেন হযরত সুরেশ্বরী (রাঃ) এর ভক্ত অনুসারীরা। সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ ও পরে পশু কোরবানি দেওয়া হবে। এবার করোনা ভাইরাস সংক্রমনের কারণে কোনো ঈদ গাঁয়ে জামাত না হয়ে এলাকার মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গত দেড়‘শ বছরের মধ্যে এবারই প্রথম ঈদগাঁয়ে জামাত না হয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন হযরত সুরেশ্বরী (রাঃ) এর ভক্ত অনুসারীরা। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর ১৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও তাল্লুক গ্রামের সুরেশ্বর পীরের মুরিদ মোত্তাকিন আহমেদ সোহেল ফকির বলেন, “ইসলাম ধর্মের সবকিছুই মক্কা শরীফ হয়ে বাংলাদেশে এসেছে। তাছাড়া মক্কা শরীফ থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র ৩ ঘন্টা। তাই সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে আমরা রোজা রাখি, ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা উদযাপন করি। সে হিসেবে শুক্রবার আমরা ঈদ-উল আযহা পালন করবো।”
×