ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রয়োজন না হলে ঈদে বাড়ি না যাওয়ার অনুরোধ খালিদের

প্রকাশিত: ২২:৪৭, ৩০ জুলাই ২০২০

প্রয়োজন না হলে ঈদে বাড়ি না যাওয়ার অনুরোধ খালিদের

স্টাফ রিপোর্টার ॥ প্রয়োজন না হলে এবার ঈদে বাড়ি না যাওয়ার অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। কোভিড-১৯ এর স্বাস্থ্যঝুঁকি এবং বন্যার দুর্গতির কারণে তিনি এই অনুরোধ জানান। প্রতিমন্ত্রী ঝুঁকি নিয়ে স্থানান্তরের বদলে ভার্চুয়াল পদ্ধতিতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতেও নৌপথ নিরাপদ এবং স্বস্তিদায়ক করতে সকল প্রচেষ্টা অব্যাহত আছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সদরঘাটে জীবাণুনাশক টানেল স্থাপন ও যাত্রীদের তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে। লঞ্চের ডেকে যাত্রীদের অবস্থান করার জন্য ‘মার্কিং’-এর ব্যবস্থা করা হয়েছে। তিনি যাত্রীদের লঞ্চের মার্কিং অনুসরণ করার আহ্বান জানান।
×