ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উলিপুরে বিজয় কাব্য‘র মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১৭:৫১, ২৮ জুলাই ২০২০

উলিপুরে বিজয় কাব্য‘র মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধাগণের রণাঙ্গনের স্মৃতিচারণ মূলক সংকলন ‘বিজয় কাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উলিপুর অডিটরিয়াম হলে ‘বিজয় কাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম। সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ.ডাব্লিউ.এম রায়হান শাহ্। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমডি ফয়জার রহমান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা রবিউস সামাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকারসহ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ও উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ফিরোজ মন্ডলের । উল্লেখ্য, উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ৩৬০ জন মুক্তিযোদ্ধার রণাঙ্গনের স্মৃতিচারণ মূলক লেখা ‘বিজয়কাব্য’ গ্রন্থটি সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সম্পাদনা করেছেন।
×