ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ ভারতে একদিনে ৪৫ হাজারেরও বেশি শনাক্ত

প্রকাশিত: ১৩:২২, ২৩ জুলাই ২০২০

করোনা ভাইরাস ॥ ভারতে একদিনে ৪৫ হাজারেরও বেশি শনাক্ত

অনলাইন ডেস্ক ॥ ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রাণঘাতী করোনা ভাইরাসের রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জন রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এদের নিয়ে ভারতের মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর আক্রান্তের সংখ্যায় বিশ্বের তৃতীয় স্থানে আছে ভারত। বুধবার এখানে আরও এক হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৬১ জনে। আনন্দবাজার লিখেছে, গত এক মাসে দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০০ থেকে ৬৫০ এর মধ্যে উঠানামা করলেও বুধবার তা হাজার ছাড়িয়ে যায়। দেশটিতে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৮২ হাজার ৬০৭ জন। সুস্থ হওয়ার হার ৬৩ দশমিক ১৮ শতাংশ। সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে, বুধবার দেশটিতে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক, তিন লাখ ৫০ হাজার ৮২৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে দেড় কোটিরও বেশি। ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নিয়ে শীর্ষে আছে মহারাষ্ট্র। একদিনে রাজ্যটিতে রোগী বেড়েছে সাড়ে ১০ হাজারেরও বেশি। এতে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৭ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে। এখানে মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৫৬ জনের। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাডুতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৬ হাজারেরও বেশি। এখানে মৃত্যু হয়েছে তিন হাজার ১৪৪ জনের। আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা দিল্লি মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে। এখানে মোট আক্রান্ত এক লাখ ২৬ হাজার ৩২৩ জন ও মৃত্যু হয়েছে তিন হাজার ৭১৯ জনের। ভারতের এই রাজধানী অঞ্চলের প্রতি চার জন বাসিন্দার একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমের খবর।
×