ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করোনা: শনাক্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে

প্রকাশিত: ২১:৫২, ৯ জুলাই ২০২০

করোনা: শনাক্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৩৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই সময়ের মধ্যে আরও ৪১ জন মারা গেছেন। ফলে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ২,২৩৮ জনের মৃত্যু ঘটলো। আর সব মিলিয়ে এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হলো ১৭৫,৪৯৪ জনের মধ্যে। প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫,৬৩২টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এই সময়ের মধ্যে যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, সেগুলোর মধ্যে ২১.৪৯ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৯ লাখ ৪ হাজার ৭৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার ১৯.৪০ ভাগের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ২৯ জনই পুরুষ। নতুন করে মারা যাওয়া ৪১ জনের ৩৮ জন হাসপাতালে মারা গেছেন আর ৩ জনকে মারা যাওয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৭৯.০৯ ভাগই পুরুষ। নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৩,৭০৬ জন সুস্থ হয়েছেন, ফলে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো ৮৪,৫৪৪ জনে। সূত্র: বিবিসি
×