ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনামুক্ত হলেন চিকিৎসক দম্পতি স্বপ্নীল-নুজহাত

প্রকাশিত: ১৭:০৮, ২৭ জুন ২০২০

করোনামুক্ত হলেন চিকিৎসক দম্পতি স্বপ্নীল-নুজহাত

অনলাইন রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার স্ত্রী ডা. নুজহাত চৌধুরী। তাদের করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ শনিবার স্বপ্নীল তার ফেসবুক টাইমলাইনে এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে স্বপ্নীল লেখেন, আমার এবং ডা. নুজহাত চৌধুরীর করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। আমাদের জন্য যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এর আগে গত ১৭ জুন স্ত্রী নুজহাতসহ করোনায় আক্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন স্বপ্নীল নিজেই। অধ্যাপক ডা. স্বপ্নীল বিএসএমএমইউ’র লিভার বিভাগের প্রধান এবং মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলীম চৌধুরীর ছোট মেয়ে ডা. নুজহাত চৌধুরী বিএসএমএমইউ’র চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক।
×