ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৪

প্রকাশিত: ১১:২২, ২৪ জুন ২০২০

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৪

অনলাইন ডেস্ক ॥ মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২৯ মিনিটে মেক্সিকোর ওয়াক্সাকা অঙ্গরাজ্যের হুয়াতুলকো শহরে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। মেক্সিকোর সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন রাষ্ট্র-পরিচালিত তেল কোম্পানি পেমেক্সের কর্মী। মাথায় শিলা পড়ে তিনি নিহত হন। ওয়াক্সাকা পাহাড়বেষ্টিত একটি শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিলায় ছেয়ে গেছে পাহাড়ি রাস্তাগুলো। ভূমিকম্পে স্থানীয় একটি ক্লিনিক ও কয়েকটি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর বলেছেন, ভূমিকম্পে ভূমিধসে হুয়াতুলকোতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। তবে ভূমিকম্পে বন্দর, বিমানবন্দর ও তেল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি। দেশটির সিভিল ডিফেন্স প্রধানের সঙ্গে ফোনে কথোপকথনে এসব কথা বলেন প্রেসিডেন্ট অরবাডর। মিজোরাম অন্যদিকে, ভারতের মিজোরাম রাজ্যে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকালে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এ নিয়ে টানা চারদিন ভূমিকম্প আঘাত হানল মিজোরাম রাজ্যে। রোববার প্রথম ভূমিকম্প অনুভূত হয় মিজোরামে। এরপর সোম ও মঙ্গলবারও ভূমিকম্প হয়। সর্বশেষ আজ বুধবারও ভূমিকম্প অনুভূত হলো। রাজ্যের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলেছে, বুধবার সকাল ৮টা ২ মিনিটে রাজ্যের চম্ফাই শহরের ৩১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমাংশে এ ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত তিনদিনের ভূমিকম্পে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বেশকিছু জায়গায় ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়। মঙ্গলবার মিজোরাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন অধিদফতর জানায়, ভূমিকম্পে কমিউনিটি হল, গির্জাসহ বেশকিছু দালানের ছাদ ভেঙে পড়েছে ও কিছু দালানের দেয়ালে ফাটল ধরেছে। এছাড়া পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস
×