ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ১৫:১৪, ২৩ জুন ২০২০

বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় করোনার উপসর্গ নিয়ে শাহজালাল (২০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কদমতলা গ্রামের সুজন ফকিরের ছেলে। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, শাহজালাল তার বাড়িতে তিন দিন ধরে জর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল। বেশি অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে তাদের বাড়িতে আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে. চিতলমারীতে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা চারজনই চিতলমারী শান্তি সেবা সদনের স্বাস্থ্য কর্মি। এ ঘটনায় ওই ক্লিনিকটি উপজেলা প্রশাসন লকডাউন করেছে। আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে, মোল্লাহাটে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা সম্প্রতি গ্রামের বাড়ি আসেন। তাদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এ খবরের সত্যতা নিশ্চিত করেন। এছাড়া রামপলে আরও ৪ জন স্বাস্থ্যকর্মীর করোনা শন্ক্ত হয়েছে। তাদের হোমকোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
×