ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেবাচিমে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১৮:৫১, ২১ জুন ২০২০

শেবাচিমে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে করোনায় আক্রান্তসহ দুইজন এবং শনিবার দিবাগত মধ্যরাতে অপরজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় লুৎফর রহমান (৬০) নামের করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের বাসিন্দা মৃত হাতেম আলীর পুত্র। গত ২ জুন উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়ার পর লুৎফর রহমানের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। এর আগে দুপুর দেড়টার দিকে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আল মামুন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে বরগুনার পাথরঘাটা উপজেলার বহরপুর গ্রামের আব্দুল বারেক মিয়ার পুত্র। অপরদিকে শনিবার দিবাগত রাতে করোনা ওয়ার্ডে শিউলী বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ঝালকাঠি সদর থানাধীন গুয়াটন এলাকার ইকবাল হোসেনের স্ত্রী। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
×