ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের প্রবেশ দ্বার ফাঁকা ॥ পুলিশ ও ফায়ার সার্ভিস জিরো পয়েন্ট কেন্দ্রিক!

প্রকাশিত: ১০:৪৫, ২৭ মার্চ ২০২০

চট্টগ্রামের প্রবেশ দ্বার ফাঁকা ॥ পুলিশ ও ফায়ার সার্ভিস জিরো পয়েন্ট কেন্দ্রিক!

স্টাফ রিপোর্টার , চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এ সচেতনতাকে পুুঁজি করে একটি অসাধু শ্রেণী লুটে নিচ্ছে করোনাভাইরাস প্রোটেকশনের নানা সামগ্রী। ভাইরাস না ছড়াতে সরকারী-বেসরকারী অফিস আদালত ছুটি ঘোষণা করা হয়েছে ১০ দিনের জন্য। এর আগে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি পর্যটন স্পটে পর্যটকদের সমাগম যেমন বন্ধ করে দেয়া হয়েছে, তেমনি বন্ধ করা হয়েছে কোচিং সেন্টারগুলোও। এদিকে নগরবাসীকে নির্ধারিত দূরত্ব বজায় রাখাসহ অফিস আদালত বন্ধ করে ঘরে থাকা নিশ্চিতের চেষ্টা করলেও মুষ্টিমেয় কয়েকটি এলাকা ছাড়া বেশিরভাগ স্থানে নগরবাসী ঘোরাফেরা করছে। বিশেষ করে নগরীর কোতোয়ালি, পাঁচলাইশ এলাকায় সরকারী এসব কর্মকা- কার্যকর রয়েছে। অন্য থানা এলাকাগুলোতে হোটেল ও দোকানপাট বন্ধ থাকলেও রাস্তার পাশে ও এলাকার বিভিন্ন সড়কে আড্ডা চলছে। এদিকে করোনাভাইরাস নিয়ে ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত ও ভিডিও ভাইরাল হচ্ছে। এতে বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তারদের প্রেসক্রিপসন অনুসরণ করার চেষ্টা করছে সচেতন নাগরিকরা। কিন্তু এতেও বিপত্তি দেখা দিয়েছে। ডাক্তারদের মতামতে রয়েছে ভিন্নতা। বিশেষ করে করোনা রোগীর তাপমাত্রা নিয়ে ডাক্তাররা যেসব তথ্য উপাত্ত উপস্থাপন করছেন তাতে বিশ^াস হারাচ্ছে অন লাইন ব্যবহারকারীরা। এদিকে করোনাভাইরাস প্রভাবমুক্ত করতে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ এবং ফায়ার ও সিভিল সার্ভিস ডিফেন্স ব্লিচিং পাউডার মিশ্রিত পানি নগরীর সড়কগুলোতে ছিটানোর প্রক্রিয়া শুরু করলেও তা মিডিয়া কভারেজের জন্য বলে অভিযোগ উঠেছে। জিরো পয়েন্ট কেন্দ্রিক হওয়ার কারণে নগরবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার সকাল থেকেই আকবর শাহ থানাধীন নগরীর সিটিগেট ও কর্ণফুলী থানাধীন মইজ্যারটেকস্থ শাহ আমানত সেতুর প্রবেশদ্বার দিয়ে পাবলিক পরিবহন চলাচল করেনি।
×