ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থীর

প্রকাশিত: ১১:৪০, ২২ মার্চ ২০২০

ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থীর

স্টাফ রিপোর্টার ॥ ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি করলেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে অংশ নেয়া বিএনপির প্রার্থী রবিউল আলম রবি। শনিবার সন্ধ্যায় ভোটের ফল ঘোষণার আগেই বাংলামোটরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সম্মেলনে তিনি এ দাবি জানান। নির্বাচনের ফল ঘোষণা করা হয়নি অথচ আপনি ফল প্রত্যাখ্যান করে ফেললেন কেন? এ প্রশ্নের জবাবে রবি বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারল না সেখানে আমাকে বিজয়ী করা হলে সেটি হবে নাটক। আর জনগণ যেখানে ভোট দেয়ার সুযোগ পায়নি সে নির্বাচনের ফল আমি প্রত্যাখ্যান করব। উপনির্বাচনকে ঘিরে বিএনপি কোন র্কর্মসূচী দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি আন্দোলন-কর্মসূচীর মধ্যেই রয়েছে। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি। নির্বাচনকালে ৩৬ কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আমি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রগুলো ঘুরেছি। কোন কোন কেন্দ্রে ১০ থেকে ১৩ ভোট কাস্টিং হতে দেখেছি। ভোটার উপস্থিতি ছিল ভয়ঙ্কর রকমের খারাপ। কোন কোন কেন্দ্রের আশপাশে ৪ থেকে ৫০০ লোক দেখেছি তারা যদি ভোটার হতো তাহলে তো তারা ভোট দিত। খোঁজ নিয়ে জেনেছি তাদের সবাই বহিরাগত। আওয়ামী লীগ প্রার্থী তাদের বাহির থেকে নিয়ে আসে। রবি বলেন, আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয় আর অনেক কেন্দ্রে দেখেছি পাঁচজন করে নৌকার এজেন্ট দেখেছি। তারপরও ওইসব কেন্দ্রে কোন ভোট পড়েনি। তাদের সবাইকে বাহির থেকে এনে এজেন্ট দেয়া হয়েছে।
×