ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপু চৌধুরী

শেখ মুজিবুর

প্রকাশিত: ০৭:২২, ২১ মার্চ ২০২০

  শেখ মুজিবুর

আঁধারের ঝাঁপি রেখে হাতে নিয়ে আলো দৃঢ় পায়ে হেঁটে হেঁটে দূর করে কালো বাঙালির নতশিরে পরিয়েছো চূড় এ জাতির পিতা তুমি শেখ মুজিবুর। কতো শত বাঁধ ভেঙে জলে জঙ্গলে জলনিধি পাড়ি দিয়ে মনো মঙ্গলে এনে দিলে অনধীন দেশ এতদূর এ দেশের আলো তুমি শেখ মুজিবুর। জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন খেটে শোষকের কলঙ্ক সারা গায়ে সেঁটে আঁধারেও এনে দিলে আলো রোদ্দুর এ দেশের শির তুমি শেখ মুজিবুর। কত শত মোহ মায়া ত্যাগ করে তুমি উর্বরা করে নিতে এদেশের ভুমি মরু বুকে ঝড়িয়েছো বারি ঝুরঝুর এ দেশের চাষা তুমি শেখ মুজিবুর। কাদা মাখা যত পথ ছিলো আঁকাবাঁকা শোষকের কুশাসনে সব ছিল ঢাকা তাতে তুমি আলো দিলে মেঘলা দুপুর এ দেশের দিশা তুমি শেখ মুজিবুর। অসুরের কালো হাত চুরমার করে বের করে দিলে সব ঘাড় ধরে ধরে সবখানে শুনি আজো তোমার সে সুর বাঙালীর নেতা তুমি শেখ মুজিবুর। শোষকের বিষদাঁত ভেঙে বার বার এঁকে নিলে প্রাণ-মান দেশ-পতাকার যাঁর ভয়ে চলে গেল পরাজিত মূঢ় তুমি সেই অধিপতি শেখ মুজিবুর।
×