ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ শহরকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনার ঘোষণা

প্রকাশিত: ০৪:০৬, ২৩ জানুয়ারি ২০২০

   সিরাজগঞ্জ শহরকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনার ঘোষণা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে । সিরাজগঞ্জ জেলা শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির তথ্য সংগ্রহের সহায়তার জন্য মুজিব জন্মশত বার্ষিকীতে জেলা শহরকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিসহ ব্যবসায়ীদের নবাগত পুলিশ সুপারের সাথে পরিচিতি মুলক এক মতবিনিময় সভায় এ সিদ্বান্ত নেয়া হয়েছে। আগামী ১৭ মার্চ মুজিব জন্ম শতবার্ষিকীর উদ্বোধনী দিনে সিরাজগঞ্জ জেলা শহরে এই ক্লোজড সার্কিট ক্যামেরার উদ্বোধন করার কথা ঘোষণা দেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। এ সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য, জেলার বিশিষ্ট শিল্পপতি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হাকিম, ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক এমদাদ, বানিয়াপট্রি চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, ইট ভাঁটি মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, বেসরকারি হাসপাতাল ও ডায়গনোষ্টিক ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ ব্দুস সামাত আজাদ খোক, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি সন্তোষ কানু, ময়দা কল মালিক সমিতির হাজী ইয়াকুব আলী, ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট মালিক সমিতির যুগ্ন সম্পাদক আশরাফুল আলম দুলু সহ বিভিন্ন স্তরের ব্যবায়ী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
×