ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নোয়াখালী জেলা সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল দাবি

প্রকাশিত: ১১:৩৫, ২৪ ডিসেম্বর ২০১৯

নোয়াখালী জেলা সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল দাবি

স্টাফ রিপোর্টার ॥ নোয়াখালী জেলা সমিতির মেয়াদ উত্তীর্ণ কার্যকরী কমিটি বাতিল চেয়ে নির্বাচন দাবি করেছে আজীবন সদস্য সমন্বয় কমিটি। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সমন্বয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন। কমিটির আহ্বায়ক আহমদ উল্যার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সদস্য সচিব জাকির হোসেন পারভেজ। লিখিত বক্তব্যে বক্তারা বলেন, মেয়াদ উত্তীর্ণ বর্তমান কমিটির সভাপতি ১৭ বছর এবং সাধারণ সম্পাদক ২৫ বছর ধরে সমিতি জবর দখল করে রেখেছেন। গঠনতন্ত্রের তোয়াক্কা না করে এই মেয়াদহীন কমিটি আজীবন সদস্যদের কাছ থেকে এক কোটি ৮০ লাখ টাকা এবং নোয়াখালী উৎসব ও বিভিন্ন বছর ইফতার পার্টির নামে জেলার শিল্পপতি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া কোটি কোটি টাকার দুর্নীতিসহ নানা অভিযোগ উত্থাপন করেন বক্তারা। সংবাদ সম্মেলনের তারা বলেন, ২০০৫ সাল থেকে এ পর্যন্ত কোন এজিএম করেনি এই কমিটি। নিবন্ধন প্রদানকারী প্রতিষ্ঠান সমাজসেবা অধিদফতরের প্রতি এই কমিটি বাতিলের আহ্বান জানিয়ে দ্রুত নির্বাচন দাবি করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব সাহাব উল্যা, সম্রাট গ্রুপের চেয়ারম্যান এমএ খান বেলাল, মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, মাউশির সহকারী পরিচালক আবু তাহের, বৃহত্তর নোয়াখালী জেলা সম্পাদক পরিষদের সভাপতি মকছুদুর রহমান মানিক, বাশিইউ অতিরিক্ত মহাসচিব মোঃ শহীদুল্লাহ প্রিন্স, ব্যবসায়ী সেলিম চৌধুরী প্রমুখ।
×