ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পর্তুগালে বাংলাদেশী গুলিবিদ্ধ

প্রকাশিত: ১১:৫৫, ১০ নভেম্বর ২০১৯

পর্তুগালে বাংলাদেশী গুলিবিদ্ধ

জনকণ্ঠ ডেস্ক ॥ পর্তুগালে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশী ব্যবসায়ী। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। বিডিনিউজ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তির নাম হাবীবুর রহমান বাবলু, বাড়ি নোয়াখালী। ২ নবেম্বর দেশটির রাজধানী লিসবনের সাকাবাই নামক স্থানে বাবলুর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানায় সাকাবাই পুলিশ। পুলিশ জানায়, কিছু অজ্ঞাত অস্ত্রধারী বাবলুর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার কাছে ইউরো দাবি করে। কিন্তু ক্যাশে থাকা ইউরো কম হওয়ায় তারা বাবলুর পায়ে গুলি করে পালিয়ে যায়। সেখানে প্রত্যক্ষদর্শী পর্তুগিজ এক তরুণীও ছিল। পরে পুলিশ এসে হাবীবুর রহমান বাবলুকে লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে নিয়ে যায়। নয়াপল্টনে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নয়াপল্টনে প্রেস মেশিনের আঘাতে মোঃ মামুন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। তিনি ফকিরাপুল এলাকায় থাকতেন। নিহত মামুনের সহকর্মী সিদ্দিকুর রহমান জানান, মামুন নয়াপল্টনের মসজিদ গলি এলাকায় প্রিন্টিং লিমিটেডের মেশিনম্যান হিসেবে কাজ করত। তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই প্রিন্টিং অফিসে কাজ করার সময়েই হঠাৎ মামুনের মাথায় প্রিন্টিং প্রেস মেশিনের আঘাত লাগে। এতে তার মাথা থেঁতলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×