ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ১১:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০১৯

যশোরে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে গোলাম রব্বানী (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে যশোর পুলিশ। রব্বানী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র এবং শহীদ মসিয়ূর রহমান হল শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। কসবা পুলিশ ফাঁড়ি শুক্রবার রাত ১০টার দিকে শহরের রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে আটক করে। ফাঁড়ির এসআই সুকুমার কু-ু জানান, শুক্রবার রাতে যশোর সদরের রঘুরামপুর এলাকার আমির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ইমন নামে এক যুবক যশোর শহরের রেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন গোলাম রব্বানী ও তার আরেক সহযোগী ইমনের একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। কক্সবাজারে ১০ রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের পাহাড়তলী থেকে দালালসহ ১০ রোহিঙ্গাকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে- ইয়ামিন আরমান (দালাল), সেলিম উল্লাহ, দিল মোহাম্মদ, জাফর আলম, মোহাম্মদ হোসন, মোহাম্মদ রফিক, আসমা, শফি আলম, হাশেম উল্লাহ ও মিজান। স্থানীয়রা জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে অনেক রোহিঙ্গা বিভিন্নভাবে বসবাসের চেষ্টা শুরু করছে। এমন খবর পেয়ে তাদের আটক করে পুলিশে দেয়া হয়েছে।
×