ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট সিরিজ

বৃষ্টির বাগড়া

প্রকাশিত: ১২:০৩, ৩০ আগস্ট ২০১৯

বৃষ্টির বাগড়া

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দুইদিন নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। তৃতীয়দিনটিও নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু বৃষ্টির তোপে পড়ে গেল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট সিরিজের প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচটি। তৃতীয়দিন ৪৯ ওভারের বেশি খেলাই হলো না। শ্রীলঙ্কা দলটি দ্বিতীয়দিনের ৪ উইকেটে করা ১০১ রানের সঙ্গে আরও ২ উইকেট হারিয়ে ৮৯ রান যোগ করে। বাংলাদেশ থেকে এখনও ১৭০ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টিতে যে ৪০ ওভারের মতো খেলা হয়নি, সেখানে ক্ষতির মুখে পড়ল বাংলাদেশ। ম্যাচটি যদি হতো তাহলে হয়তো তৃতীয়দিনেই অলআউট হয়ে যেতে পারত শ্রীলঙ্কা। সেই গুটিয়ে যাওয়া যদি দ্রুত হতো তাহলে দ্রুত রান তুলে চতুর্থদিন শ্রীলঙ্কাকে চাপের মধ্যে ফেলে ম্যাচও বের করে নেয়া যেত। কিন্তু এখন শ্রীলঙ্কার এক ইনিংসই শেষ হয়নি। প্রথম ইনিংসেরই ৪ উইকেট বাকি। এরপর আবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার এক ইনিংস করে বাকি থাকছে। তাতে ম্যাচ ড্র’র দিকেই এগিয়ে চলেছে বোঝা যাচ্ছে। বৃষ্টির তোপ শ্রীলঙ্কার লাভই করে দিল। নাজমুল হোসেন শান্তর ১৩৩ রানে প্রথম ইনিংসে ৩৬০ রান করেছিল বাংলাদেশ। এরপর ৪ উইকেট নেয়া নাঈম হাসানের ঘূর্ণি বলে ৪ উইকেট হারিয়ে ১০১ রান করেছিল শ্রীলঙ্কা। বোঝাই যাচ্ছিল কি বিপদে পড়েছিল। দ্বিতীয়দিনটি এমন বিপত্তিতেই শেষ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয়দিনেও তা থেকে মুক্ত হতে পারেনি। ১৭০ রান হতেই আরও ২ উইকেট হারিয়ে ফেলেছিল। প্রমোদ মাদুবান্থা ৪০ রানের বেশি করতে পারেননি। তবে আশেন বান্দার (৫৭*) ঠিকই দলের হাল ধরে আছেন। তার সঙ্গে চামিকা করুনারতেœ (৮*) উইকেট আঁকড়ে আছেন। এ দুইজন আজ চতুর্থ ও শেষদিনের খেলা শুরু করবেন। শ্রীলঙ্কা ১৯০ রান করেছে। তাতে বাংলাদেশ ১৭০ রানে এগিয়েও রয়েছে। আজ যদি কোন নাটকীয়তা ঘটে তাহলেও বাংলাদেশ জিতে যেতে পারে। তা কী সম্ভব? আজ শেষদিনে তা বোঝা যাবে।
×