ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিফাত কান্তি সেন

নায়ক থেকে খলনায়ক বাবর

প্রকাশিত: ১২:৫২, ২৯ আগস্ট ২০১৯

নায়ক থেকে খলনায়ক বাবর

খলিলুর রহমান বাবর। এক নামেই বাংলা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সকলে চিনে ফেলার কথা। নায়ক থেকে হয়েছিলেন খলনায়ক। সেই খলিলুর রহমান বাবর চলে গেলেন না ফেরার দেশে। গত সোমবার ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। বেশ কদিন ধরেই কঠিন এবং জটিল রোগে ভুগছিলেন তিনি। অবস্থা খারাপ দেখে ৩০ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অতঃপর মরণপণ যুদ্ধ করে অবশেষে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়। খলনায়ক হিসেবে পরিচিত বাবরের শুরুটা ছিল কিন্তু নায়ক হিসাবেই। আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ নামক ছবিতে তিনি প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন। তখন বেশ নাম ও কুড়ান কিন্তু হঠাৎই নায়কের পাঠ ছেড়ে খলনায়কের অভিনয়ে মনোনিবেশ করেন তিনি। নায়ক রাজ রাজ্জাকের প্রযোজিত এবং জহিরুল হক পরিচালিত ছবি ‘রংবাজ’ এর মধ্যে দিয়ে তিনি খলনায়ক হিসেবে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপন করেন। রংবাজ ছবিটির পরই যেন সব পাল্টে যায়। এখন ছবিগুলোতে বাবরকে খলনায়কের ভূমিকায় দেখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতে থাকে দর্শকরা। বাবর প্রায় তিনশ’ ছবিতে অভিনয় করেন। শুধু যে অভিনেতা হিসেবে তিনি খ্যাাতি কামিয়েছেন তেমন নয়, প্রযোজক পরিচালক হিসেবে ও বেশ নাম ছিল তাঁর। দয়াবান, দাগী, দাদাভাইসহ বেশ কিছু জনপ্রিয় ছবি ভক্তদের উপহার দেন বাবর। তার পরিচালিত ছবিগুলো সাধারণের মনে জায়গা করতে পেরেছে। ব্যবসা সফল ছবিগুলো বেশ নামও করেছে। তবে পরিচালকের ভূমিকার চেয়ে অভিনয়েই ছিল তাঁর বেশ মনোনিবেশ।
×