ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জন্মাষ্টমীতে জয়পুরহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত: ০৫:১৬, ২৩ আগস্ট ২০১৯

  জন্মাষ্টমীতে জয়পুরহাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ বিপুল উৎসাহ আর উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে পালিত হলো সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শিব মন্দির চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মঙ্গল শোভাযাত্রার আগে কেন্দ্রীয় শিব মন্দির চত্ত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ হৃষিকেশ সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিসদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল। প্রধান অতিথি ছিরেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এম.এ রব হাওলাদার, জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলেয়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিসদের সাধারন সম্পাদক রতন কুমার খাঁ এবং পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহাসহ হিন্দু ধর্মালম্বীদের নেতৃবৃন্দরা। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন মন্দিরে পুজা অর্চনা, লীলা-কীর্তন পদাবলি ও নামযজ্ঞের আয়োজন করা হয়।
×