
নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা মডেল থানা পুলিশ রবিরার রাতে টহল দেওয়ার সময় উপজেলার ভরাডোবা থেকে চোর সন্দেহে ১১ টি গরু সহ একটি ট্রাক ও রানা (৩০) ও মনিরুজ্জামান (৩২) নামে ২ চোর কে আটক করে । এ চোরদের অন্য সঙ্গীরা পালিয়ে যায় । পরে চোরদের স্বিকারোক্তি অনুযায়ী সোমবার দুপুরে গাজীপুর থেকে আরো ৬ টি গরু উদ্ধার করে ।
পুলিশ জানায় , রবিবার রাতে ঘাটাইল উপজেলার সাগরদিগির তোফাজ্জলের ৭ টি , ফুলবাড়িয়া উপজেলার আলমের ১টি , মিন হাজের ১টি ও ভালুকার উথুরা এলাকার ফখরুলের ১টি ,খলিলুরের ২টি,রিনা খাতুনের ৩ টি নাজিরুলের ২ টি গরু চুরি করে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় টহল পুলিশের সন্দেহ হলে চোর দের আটক করে থানায় নিয়ে আসে । পরে চোরদের স্বিকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে সোমবার গাজিপুর থেকে আরো ৬ টি গরু উদ্ধার করে ।
ভালুকা মডেল থানার অফিসার ইনর্চ্জ জানান এই চোরেররা আগেও গরু চুরির অপরাধে জেলে গেছে । জামিনে এসে আবার তারা নিরিহ কৃষকের গরু চুরি করছিল । তাদের বিরোদ্ধে মামলা হয়েছে ।