একজন বর্তমান সময়ের আলোচিত নাট্যকার, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী। একজন উদাস অন্যজন চঞ্চল। একজন চরিত্র সৃষ্টি করেন, আর অন্যজন করেন রূপায়ণ। দুজনই একই সুতায় গাঁথা। তবে উদাসীনতার সঙ্গী হয়ে দুজন যা সৃষ্টি করেন তা হয় দর্শকনন্দিত। অবশ্য তাদের উদাস-চঞ্চল মনের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে নতুন দুটি মুখ। সৃষ্টিকর্তার কৃপায় সুখের ঘরে আলো জ্বালিয়ে যে দুটি তারকার আবির্ভাব ঘটেছে তাদের নাম দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। দিব্য ও সৌম্যকে নিয়ে ভালবাসা সুখের সংসার নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির। তাদের উভয়ের পেশা ও নেশা নাটক আর নাটকের মানুষদের সঙ্গে পথচলা। তবে জীবনের যা কিছু প্রাপ্তি ও চাহিদা তা এখন দিব্য ও সৌম্যকে ঘিরে। প্রতিটি মুহূর্ত বৃন্দাবন ও খুশির আদরের ছেলেদের নিয়ে ভাবেন। সকল ব্যস্ততার মধ্যেও তাই দুজনের সংসারেরই পুরো সময়টিকে ভাগাভাগি করে নিয়েছেন। একদিকে বৃন্দাবন দাস নিয়মিত লিখে যাচ্ছেন, অন্যদিকে খুশি অভিনয় করছেন সমানতালে। বাবা-মায়ের পথেই হেঁটেছেন তাদেরই দুই যমজ সন্তান দিব্য ও সৌম্য। অভিনয় করেছেন নাটকে। সাম্প্রতিক সময়ে শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস দম্পতির ছেলে দিব্য জ্যোতি অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনে। তরুণদের কিছু নেতিবাচক উন্মাদনায় ধ্বংস হয়ে যেতে পারে একটি পরিবার, সমাজ, সর্বোপরি একটি দেশ। ধ্বংসের পথে পা না বাড়িয়ে তরুণদের যাত্রা হোক আলোর পথে, সম্প্রীতিতে। আর তাই উগ্রবাদকে রুখতে সামাজিক সচেতনতা বাড়াতে সম্প্রতি নির্মিত হলো একটি বিজ্ঞাপন। যেটিতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। আইড্রপ ফিল্মের ব্যানারে সায়মা করিমের প্রযোজনায় এটির গল্প ভাবনা, স্ক্রিপ্ট ও নির্মাণ করেছেন খালিদ হাসান রুমি। এর আগেও এই নির্মাতা তিনটি বিজ্ঞাপন ও বিপিএলের রানারের টিম নিয়ে করেছেন ফিলারের কাজ। এটি বাংলাদেশ ন্যাশনাল উইমেন ল’ ইয়ার এ্যাসোসিয়েশনের ও সম্প্রীতির তত্ত্বাবধানে তৈরি। এটিতে বিশেষ একটি চরিত্রে রয়েছেন সঞ্জয় গোস্বামী। প্রথমবার এমন একটি কাজের সঙ্গে ছেলেকে যুক্ত হতে দেখে উচ্ছ্বসিত অভিনেত্রী শাহানাজ খুশি। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি, ওর বাবা দীর্ঘদিন যাবত স্টেজে, টেলিভিশনে কাজ করছি, সেখানে দর্শকের ভালবাসার প্রাপ্তিও নেহায়েত কম নয়, কিন্তু সে প্রাপ্তি কখনও এত ব্যাকুল করেনি। সন্তানের কাজ যত ছোটই হোক, তা যে কীভাবে মা-বাবাকে আলোড়িত করে, তা আসলে বোঝানো সম্ভব নয়। সবার আশীর্বাদের হাত থাকুক আমার বাবাটার মাথার ওপর।’ এদিকে এটি অবমুক্তের পরই সবার প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ অভিনেতা দিব্য জ্যোতি।