ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নড়াইলে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৯:২৬, ২৫ জুন ২০১৯

নড়াইলে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ ইসলাম ধর্ম অবমাননাকর একটি ছবি ফেসবুকে শেয়ারের অভিযোগে নড়াইল পৌরসভার কাশিয়াড়া এলাকার তনু দত্ত (২৭) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর সভার উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী কাশিয়াড়া এলাকার গৌতম দত্তের পূত্র। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব আইডি (ঞউ ঞধহঁ উঁঃঃধ) থেকে পবিত্র কাবা শরীফের ছবির উপর শিব ঠাকুরের ছবি ফেসবুকে শেয়ার করে। এ বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তনুকে পেয়ে এলাকাবাসী গণপিটুনি দেয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, তনু দত্তের বাম হাতের আঘাত গুরুতর। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত তনু দত্ত বলেন, এ ধরনের একটি ছবি ফেসবুকে দেখতে গিয়ে ভুল করে শেয়ার হয়ে গেছে। এটা সে ইচ্ছা করে করেনি। পরে বুঝতে পেরে সে এই শেয়ার তুলে নেয়। সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম বলেন, ঘটনা শোনার পর আহত অবস্থায় তনুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তনু এ ছবি শেয়ার করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলার প্রস্তুতি চলছে।
×