ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে ব্যবস্থা না নিলে চাকরি ছেড়ে দিন

প্রকাশিত: ১০:১৮, ১৮ জুন ২০১৯

 অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে ব্যবস্থা না নিলে চাকরি ছেড়ে দিন

স্টাফ রিপোর্টার ॥ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের বিষয়ে জেলা প্রশাসকদের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার যথেষ্ট ক্ষমতা জেলা প্রশাসকদের রয়েছে। এরপরও যদি পদক্ষেপ না নেন তবে তারা চাকরি ছেড়ে দিতে পারেন। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের বিষয়ে এক মামলার শুনানিতে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। রাজশাহীর তালাইমারী এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা আগামী ২৩ জুনের মধ্যে হাইকোর্টকে জানাতে রাজশাহীর জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে রাজশাহীর আনোয়ার হোসেনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়।
×