ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবহন সেক্টরে হয়রানি বন্ধে চসিক মেয়রের সহযোগিতার আশ্বাস

প্রকাশিত: ১০:৪৩, ১৭ জুন ২০১৯

 পরিবহন সেক্টরে হয়রানি বন্ধে চসিক মেয়রের  সহযোগিতার আশ্বাস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পরিবহন সেক্টরে হয়রানি বন্ধে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে রবিবার দুপুরে কর্পোরেশন কনফারেন্স হলে অনুষ্ঠিত অনির্ধারিত এক বৈঠকে তিনি এ আশ্বাস প্রদান করেন। বৈঠকে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ গণ-পরিবহন ও পণ্যপরিবহনের ওপর প্রশাসন, পুলিশ, বিআরটিএর হয়রানি এবং স্থানে স্থানে চাঁদাবাজদের উৎপাত, দুর্বৃত্তায়নের কথা মেয়রকে অবহিত করেন। পরিবহনের ওপর এই হয়রানি বন্ধে সিটি মেয়র সহযোগিতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, পরিবহন সেক্টরের এই হয়রানির বিরুদ্ধে মালিক, শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ।
×