ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একসঙ্গে দুই দুঃসংবাদ

প্রকাশিত: ১০:৩৫, ১৬ জুন ২০১৯

 একসঙ্গে দুই দুঃসংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার দিনটি বাংলাদেশের জন্য খারাপই গেল। একই দিনে একসঙ্গে দুই দুঃসংবাদ মিলল। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ রয়েছে। সোমবার টনটনের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের আগে ইনজুরিতে পড়লেন মিডলঅর্ডারে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে হলো বাংলাদেশের পতন। সপ্তম র‌্যাঙ্কিং থেকে অষ্টমে চলে গেছে বাংলাদেশ। অষ্টম থেকে সপ্তমে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। এরপর দুইদিন ছুটি পান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শনিবার আবার অনুশীলনে নামেন ক্রিকেটাররা। টনটনে ব্যাটিং অনুশীলনের সময় হাতে চোট পান মুশফিক। মুস্তাফিজুর রহমানের করা একটি বল মুশফিকের ডান হাতে আঘাত হানে। এরপর আর ব্যাটিং অনুশীলন করতে পারেননি মুশফিক। চোট পেয়েছেন। সেই চোট কতটা গুরুতর, তা এখনও নিশ্চিত নয়। মাঝখানে আর একদিন আছে। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে হলে ম্যাচটিতে বাংলাদেশকে জিততেই হবে। এমন মুহূর্তে অনুশীলনে হাতে চোট পেলেন মুশফিক। ডান হাতের কব্জিতে বল লাগে মুশফিকের। হাতে বরফ দেয়া হচ্ছে। আজ ভাল করে বোঝা যাবে মুশফিকের ইনজুরি কতটা গুরুতর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান ইনজুরিতে পড়েন। তিনি ব্যাটিং অনুশীলন করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেনও। কিন্তু এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে মুশফিকের চোটে দুঃসংবাদই ঘিরে ধরল বাংলাদেশকে।
×